Ads

অর্থনৈতিক সমীক্ষা

মাথাপিছু জাতীয় আয়
* ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় = ২৮২০ মার্কিন ডলার
* ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় = ২৭৩৮ মার্কিন ডলার

জিডিপি প্রবৃদ্ধির হার
* ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার = ৩.৯৭ শতাংশ
*  ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার = ৪.২২ শতাংশ
* ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার = ৫.৭৮ শতাংশ

জিডিপিতে বিভিন্ন খাতের প্রবৃদ্ধি ও অবদান
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২৫ অনুসারে,
* জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার = ৩.৩০%
* জিডিপিতে কৃষি খাতের অবদান = ১১.১৯%
* জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার = ৩.৫১%
* জিডিপিতে শিল্প খাতের অবদান = ৩৭.৩৭%
* জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার = ৫.০৯%
* জিডিপিতে সেবা খাতের অবদান = ৫১.৪৪%

জনসংখ্যা
* ২০২৪ সালে মোট জনসংখ্যা = ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার

জনসংখ্যা বৃদ্ধির হার
* ২০২৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৩৩ শতাংশ

নারী-পুরুষ অনুপাত
২০২৪ সালে নারী-পুরুষ অনুপাত = ১০০ঃ৯৮.৪

জনসংখ্যার ঘনত্ব
* ২০২৪ সালে জনসংখ্যার ঘনত্ব = ১১৭১ জন

প্রত্যাশিত গড় আয়ুষ্কাল
২০২৪ সালে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল = ৭২.৩ বছর

ডাক্তার ও জনসংখ্যার অনুপাত
২০২৪ সালে ডাক্তার ও জনসংখ্যার অনুপাত = ১ঃ১৮৪৭

সাক্ষরতার হার
২০২৪ সালে সাক্ষরতার,হার = ৭৭.৯%

দারিদ্র্যের হার
* ২০২৪ সালে সাধারণ দারিদ্র্যের হার = ২৭.৯৩%
* ২০২৪ সালে চরম দারিদ্র্যের হার = ৯.৩৫%



Comments

Ads

Related Topics