বাগর্থ ও প্রয়োগ
বাগর্থ
শব্দের বৈচিত্র্যময় অর্থকে বাগর্থ বলে।
অর্থের শ্রেণিবিভাগ:
শব্দের অর্থ দুই রকমের। যথাঃ
১) বাচ্যার্থ
২) লক্ষ্যার্থ
বাচ্যার্থঃ একটি শব্দ, শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে, সেটাই শব্দটির বাচ্যার্থ। বাচ্যার্থ হলো শব্দের মুখ্য অর্থ। এই অর্থকে আক্ষরিক অর্থও বলা হয়।
লক্ষ্যার্থঃ বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করে নিতে পারে। এই আলাদা অর্থের নান লক্ষ্যার্থ। যেমনঃ তিনি গ্রামের মাথা’- এখানে মাথা শব্দ শোনার পরে শ্রোতার মনে শরীরের ঊর্ধ্বাঙ্গের কোনো ছবি ভেসে,উঠে না, মাননীয় কোনো ব্যক্তির ছবি ভেসে ওঠে।  লক্ষ্যার্থকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে।
শব্দের অর্থের পরিবর্তনঃ
ক) অর্থপ্রসারঃ একটি শব্দ পূর্বে যে অর্থ প্রকাশ করতো,  তার থেকে আরো ব্যাপক অর্থ প্রকাশ করলে বুঝতে হয় অর্থপ্রসার ঘটেছে। 
খ) অর্থসংকোচঃ অর্থসংকোচের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে। 
গ) অর্থের উন্নতিঃ একটি শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করতে পারে। অর্থের এরূপ পরিবর্তনকে বলা হয় অর্থের উন্নতি।
ঘ) অর্থের অবনতিঃ ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে অর্থের অবনতি বলে।
ঙ) অর্থ-বদলঃ অর্থের সংকোচন ও প্রসারণের ফলে কখনো শব্দের অর্থটি এমন দুরবর্তী হয়ে ওঠে যে,  তা থেকে শব্দটির মূল অর্থ উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে।
বাক্যে অর্থের পরিবর্তনঃ
| প্রদত্ত শব্দ | অর্থ | 
|---|---|
| কাঁচা আম | অপরিপক্ব আম | 
| কাঁচা ইট | অদগ্ধ ইট | 
| কাঁচা কাজ | নিপুণতার অভাব | 
| কাঁচা কথা | গুরুত্বহীন কথা | 
| কাঁচা সোনা | খাঁটি স্বর্ণ | 
| কাঁচা ঘুম | অল্প সময়ের ঘুম | 
| কাঁচা চুল | কালো চুল | 
| কাঁচা লোক | আনাড়ি | 
| কাঁচা বয়স | অল্প বয়স | 
| মুখ করা | গালমন্দ করা | 
| মুখ ধরা | স্বাদের পরিবর্তন | 
| মুখ ছুটা | গালিগালাজের সূচনা | 
| মুখ রাখা | সম্মান রাখা | 
| মুখ তোলা | প্রসন্ন হওয়া | 
| রোগ ধরা | রোগ নির্ণয় | 
| রোগে ধরা | রোগাক্রান্ত হওয়া | 
| পা চালানো | দ্রুত চলা | 
| পায়ে ঠেলা | অবজ্ঞা | 
| পায়ে পড়া | ক্ষমা প্রার্থনা করা | 
| মাথা উ্চু করে চলা | গর্বভরে চলা | 
| মাথা কাটা যাওয়া | সম্মানহানী | 
| মাথা খাওয়া | শপথ করা | 
| মাথা ঘামানো | দায়িত্ব নেওয়া | 
| মাথা ধরা | রোগ বিশেষ | 
| মাথাপিছু | জনপ্রতি | 
| মাথা ব্যথা | আগ্রহ | 
| মাথা খাটানো | বুদ্ধি খাটানো | 
| মাথা খাওয়া | সর্বনাশ করা | 
| মাথা গরম করা | রাগান্বিত হওয়া | 
| গ্রামের মাথা | মোড়ল | 
| মাথায় হাত দেয়া | ফাঁকি দেয়া | 
| মাথা হেট করা | লজ্জায় মাথা নিচু করা | 
| পাকা আম | পক্ব | 
| পাকা কথা | চূড়ান্ত সিদ্ধান্ত | 
| পাকা কাজ | নিপুণ কাজ | 
| পাকা বন্দোবস্ত | স্থায়ী ব্যবস্থা | 
| পাকা বাড়ি | ইটের বাড়ি | 
| পাকা হাত | দক্ষ লেখক | 
| পাকা রং | স্থায়ী রং | 
| বড় ঘর | সম্ভ্রান্ত পরিবার | 
| বড় মুখ | গর্ব সহকারে বলা | 
| বড় মন | উদার | 
| বড়লোক | ধনী | 
| হাত আসা | দক্ষতা | 
| হাতে আসা | আয়ত্তে আসা | 
| হাতে কলমে | কার্যকরভাবে | 
| হাত গুটান | কর্মে বিরতি | 
| হাত ছাড়া | হস্তচ্যুত | 
| হাতটান | চুরির অভ্যাস | 
| হাত থাকা | কর্তৃত্ব | 
| হাত-ভারি | কৃপণ | 
| হাতে হাতে | অবিলম্বে | 
| হাতযশ | নিপুণতা | 
| রাগের মাথায় | হঠাৎ ক্রোধবশত | 
| রাস্তার মাথায় | মিলনস্থলে | 
| নাকে-মুখে | দ্রুততা | 
| কানে তোলা | কোনো বিষয় উত্থাপন করা | 
| মুখ | শক্তি | 
| নাক কাটা | ক্ষতি স্বীকার | 
| উঠে যাওয়া | বন্ধ হওয়া | 
Comments