মূল্যবোধ

মূল্যবোধ
* মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড, যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো-মন্দ বিচার করা হয়। এটি মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। আক্ষরিক অর্থে মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বোঝায় যে আচরণের মানবীয় ও সামাজিক মূল্য বিদ্যমান। অর্থাৎ মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায় এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।

⇨ দীর্ঘদিনের আচার-আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে মূল্যবোধ গড়ে ওঠে। মূল্যবোধ,জীবনচারণের অংশ। দীর্ঘ অনুশীলনের পর গ্রহণ-বর্জন প্রক্রিয়ায় সেসব মূল্যবোধ গ্রহন করা হয় যেগুলো সঠিক, উচিত, নৈতিক ও কাঙ্ক্ষিত। সেদিক দিয়ে মূল্যবোধগুলো সুরক্ষার উদ্দেশ্যে যে শিক্ষার,আয়োজন করা হয় তাই মূল্যবোধ শিক্ষা।
⇨ মানুষের কর্মকাণ্ডের ভালো-মন্দ বিচার করার ভিত্তিই হচ্ছে মূল্যবোধ।
⇨ মূল্যবোধ সমাজ ভেদে ভিন্ন হলেও কিছু মূল্যবোধ চিরন্তন বা সর্বজনীন। যেমন সত্য, ন্যায়, সুন্দর ইত্যাদি।
⇨ মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ।
⇨ মূল্যবোধ ভাঙলে/অমান্য করলে শাস্তি হয় না।
⇨ শিশুর মূল্যবোধ শিক্ষার প্রাথমিক শিক্ষাকেন্দ্র হলো পরিবার।
⇨ মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে।
⇨ মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশে সর্বাপেক্ষা বেশি প্রভাব বিস্তার করে ধর্ম।
⇨ সামাজিক মূল্যবোধের প্রধানতম উৎসসমূহ হলো প্রচলিত সামাজিক রূতিনীতি, প্রথা, ধ্যান-ধারণা, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি।
⇨ সামাজিক ন্যায়বিচার অর্থ হচ্ছে ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ, সামাজিক মূল্যবোধের রক্ষক ও রাষ্ট্রের ভিত্তি, সমাজে বসবাসকারী সকলের সুবিচার পাওয়ার অধিকার আছে, আইনের চোখে সবাই সমান ইত্যাদি।
⇨ মূল্যবোধ শিক্ষার ধারণাটি প্রধানত অনানুষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ত।
⇨ মূল্যবোধ শিক্ষার নির্ধারকসমূহ হলো–সামাজিল রীতিনীতি, আইন, ঐতিহ্য, ইতিহাস, প্রথা, বিশ্বাস ইত্যাদি।
⇨ মূল্যবোধের বৈশিষ্ট্যসমূহ হলো–পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা, বিভিন্নতা, সামাজিক যোগসূত্র ও সেতুবন্ধন, সমষ্টিগত প্রভাব, নৈর্ব্যক্তিকতা ইত্যাদি।
⇨ মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে–ব্যক্তিকে ব্যক্তিগত ও সামাজিক প্রগতিশীল, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ করে তোলা।
⇨ প্লেটোর মতে ‘সদগুণ’ বলতে প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়কে বুঝানো হয়।
⇨ ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে।
⇨ ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে।
⇨ মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা।
⇨ মূল্যবোধ বিকশিত হয় সমাজে।
⇨ একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনকল্যাণ।

গণতান্ত্রিক মূল্যবোধ
⇨ গণতান্ত্রিক মূল্যবোধ হলো গণতন্ত্রের ধারণার সাথে যুক্ত কতকগুলো নীতি, আদর্শ এবং আচরণবিধি যেগুলোকে গণতন্ত্রকামী জনগণ গ্রহণ করতে ইচ্ছুক হয়।
⇨ আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত।
⇨ গণতান্ত্রিক মূল্যবোধ হলো জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক সাম্যের প্রতি সম্মান ও তা কার্যকর করতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা।
⇨ গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ হচ্ছে সহনশীলতা।

Comments