Ads

ক্রিয়ার ভাব

ক্রিয়ার ভাব
ক্রিয়ার যে অবস্থা দ্বারা,কার্য ঘটার ধরণ, পকরকার বা রীতি প্রকাশ পায় তাকে ক্রিয়ার ভাব বলে।
ক্রিয়ার ভাব বা ধরণ চার প্রকার। যথাঃ
১) নির্দেশক ভাব
২) অনুজ্ঞা ভাব
৩) সাপেক্ষ ভাব
৪) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব

১) নির্দেশক ভাব
সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। যেমনঃ
⇨ আমরা বই পড়ি।
⇨ আপনি কি আসবেন?

২) ক্রিয়ার অনুজ্ঞা বা অনুজ্ঞা ভাব
আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। যেমনঃ
⇨ চুপ কর। (আদেশাত্মক)
⇨ বল বীর বল উন্নত মম শির। (আদেশসূচক)
⇨ তুমি কাল যেও। (আদেশাত্মক)
⇨ অন্যায় কাজ করো না।(নিষেধাত্মক)
⇨ মিথ্যা বলবে না। (নিষেধাত্মক)
⇨ ছাতাটা দিন তো ভাই। (অনুরোধসূচক)
⇨ আপনারা আসবেন। (অনুরোধসূচক)
⇨ মন দিয়ে পড়। (উপদেশাত্মক)
⇨ স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো। (উপদেশাত্মক)

* উত্তম পুরুষের অনুজ্ঞা হয় না। কারণ কেউ নিজেকে আদেশ করতে পারে না।
* প্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না।
* সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের সাধারণ ভবিষ্যতের ক্রিয়ার রূপটি সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের ভবিষ্যৎ অনুজ্ঞায় ব্যবহৃত হয়।

অনুজ্ঞা ভাবের প্রকারভেদ
অনুজ্ঞা দুই প্রকার। যথাঃ
১) বর্তমান কালের অনুজ্ঞা
২) ভবিষ্যৎ কালের অনুজ্ঞা

বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণঃ
⇨ কাজটি করে ফেল। (আদেশ)
⇨ তোমরা এখন যাও। (আদেশ)
⇨ সত্য কথা গোপন করো না। (উপদেশ)
⇨ কড়া রোদে ঘোরাফেরা করিস না। (উপদেশ)
⇨ পাতিস নে শিলাতলে পদ্মপাতা। (উপদেশ)
⇨ আমার কাজটা এখন কর। (অনুরোধ)
⇨ অঙ্কটা বুঝিয়ে দাও না। (অনুরোধ)
⇨ আমার দরখাস্তটা পড়ুন। (প্রার্থনা)
⇨ সকলের মঙ্গল হোক। (প্রার্থনা)
⇨ মর, পাপিষ্ঠ। (অভিশাপ)
⇨ ডেকে দেয় পাষণ্ড।
⇨ ওখানে যাস না।

ভবিষ্যৎ কালের অনুজ্ঞার উদাহরণঃ
⇨ সদা সত্য বলবে। (আদেশ)
⇨ চেষ্টা কর, সবই বুঝতে পারবে। (সম্ভাবনা)
⇨ রোগ হলে ঔষধ খাবে। (বিধান অর্থে)
⇨ কাল একবার এসো। (অনুরোধ)

৩। সাপেক্ষ ভাব
একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয়। যেমনঃ
⇨ তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে। (সম্ভাবনা)
⇨ ভালো করে পড়লে সফল হবে। (উদ্দেশ্য)
⇨ আজ বাবা বেচেঁ থাকলে আমার এতো কষ্ট হতো না। (ইচ্ছা বা কামনা)

৪) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবের ক্রিয়া বলা হয়। যেমনঃ
⇨ সে যাক।
⇨ যা হয় হোক।
⇨ সে একটু হাসুক।

Comments

Ads

Related Topics