উক্তি

উক্তি
কোনো কথকের বাককর্মের নামই উক্তি। বক্তার কথা উপস্থাপনের ধরণকে উক্তি বলে।

উক্তির প্রকারভেদঃ
উক্তি দুই প্রকার। যথাঃ
ক) প্রত্যক্ষ উক্তি
খ) পরোক্ষ উক্তি

ক) প্রত্যক্ষ উক্তি
যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে। যেমনঃ
⇨ তিনি বললেন, “বইটা আমার দরকার”।

খ) পরোক্ষ উক্তি
যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানীতে রূপান্তরিত ভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলা হয়। যেমনঃ
⇨ তিনি বললেন যে বইটা তাঁর দরকার।

উক্তি পরিবর্তনের নিয়মঃ
১) প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত থাকে। পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়। প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে ‘যে’ এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়। যেমনঃ
প্রত্যক্ষ উক্তিঃ খোকা বলল, “আমার বাবা বাড়ি নেই।”
পরোক্ষ উক্তিঃ খোকা বলল যে, “তার বাবা বাড়ি ছিলেন না।

২. বাক্যের অর্থের সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমনঃ
প্রত্যক্ষ উক্তিঃ রশিদ বলল, “আমার,ভাই আজই ঢাকা যাচ্ছেন।”
পরোক্ষ উক্তিঃ রশিদ বলল যে, তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছিলেন।

৩. প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুসারী করতে হয়। যেমনঃ
প্রত্যক্ষ উক্তিঃ শিক্ষক বললেন, “কাল তোমাদের ছুটি থাকবে।”
পরোক্ষ উক্তিঃ শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে।

৪. প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম ও কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয়। যেমনঃ
প্রত্যক্ষ উক্তি ⇨ পরোক্ষ উক্তি
আজ ⇨ সে দিন
আগামী কাল ⇨ পরদিন
গত কাল ⇨ আগের দিন
গতকাল্য ⇨ পূর্ব দিন
এ ⇨ সে
এই ⇨ সেই
এখানে ⇨ সেখানে
ওখানে ⇨ ঐখানে
ইহা ⇨ তাহা
এখন ⇨ তখন

৫. অর্থসঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন করতে হয়। যেমনঃ
প্রত্যক্ষ উক্তিঃ রহমান বলল, “আমি এক্ষুণি আসছি।”
পরোক্ষ উক্তিঃ রহমান বলল যে, “সে এক্ষুণি যাচ্ছে।

৬. আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে সব সময় মূল বাক্যাংশের ক্রিয়ার ওপর নির্ভর করে না। যেমনঃ
প্রত্যক্ষ উক্তিঃ ছেলে লিখেছিল, “শহরে খুব গরম পড়েছে।”
পরোক্ষ উক্তিঃ ছেলে লিখেছিল যে, শহরে খুব গরম পড়েছিল।

প্রত্যক্ষ উক্তিঃ করিম বলেছিল, “আমি বাজারে যাচ্ছি।”
পরোক্ষ উক্তিঃ করিম বলেছিল যে, সে  বাজারে যাচ্ছে।

প্রত্যক্ষ উক্তিঃ মনসুর বলল, “আমি থাকা যাব।”
পরোক্ষ উক্তিঃ মনসুর বলল যে, সে ঢাকা যাবে।

* প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না। যেমনঃ
প্রত্যক্ষঃ শিক্ষক বললেন, “পৃথিবী গোলাকার।”
পরোক্ষঃ শিক্ষক বললেন যে পৃথিবী গোলাকার।

প্রত্যক্ষঃ বৈজ্ঞানিক বললেন, “চুম্বক লোহাকে আকর্ষণ করে।”
পরোক্ষঃ বৈজ্ঞানিক বললেন যে, চুম্বক লোহাকে আকর্ষণ করে।

৭. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। যেমনঃ

প্রশ্নবোধক বাক্যের উক্তির পরিবর্তনঃ
প্রত্যক্ষঃ শিক্ষক বললেন, “তোমরা কি ছুটি চাও?
পরোক্ষঃ আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।

প্রত্যক্ষঃ বাবা বললেন, “কবে পর্যন্ত তোমাদের ফল বের হবে?”
পরোক্ষঃ আমাদের ফল কবে পর্যন্ত বের হবে, বাবা তা জানতে চাইলেন।

অনুজ্ঞাসূচক বাক্যের উক্তির পরিবর্তনঃ
প্রত্যক্ষঃ হামিদ বললো, “তোমরা আগামীকাল এসো।”
পরোক্ষঃ হামিদ তাদের পরদিন আসতে বলল।

প্রত্যক্ষঃ তিনি বললেন, “দয়া করে ভেতরে আসুন।”
পরোক্ষঃ তিনি (আমাকে) ভেতরে আসতে অনুরোধ করলেন।

আবেগসূচক বাক্যের উক্তির পরিবর্তনঃ
প্রত্যক্ষঃ লোকটি বলল, “বা"! পাখিটি তো চমৎকার।”
পরোক্ষঃ লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার।

প্রত্যক্ষঃ ভিখারিণী দুঃখের সাথে বলল, “শীতে আমরা কতই না কষ্ট পাচ্ছি।”
পরোক্ষঃ ভিখারিণী দুঃখের সাথে বলল যে, তারা শীতে বড়ই না কষ্ট পাচ্ছ।

গুরুত্বপূর্ণ উক্তি পরিবর্তন
প্রত্যক্ষঃ ছেলেটি বলেছিল, “আজ আমি অনেক পড়েছি।”
পরোক্ষঃ ছেলেটি বলেছিলে যে, সেদিন সে অনেক পড়েছে।

প্রত্যক্ষঃ নেতা বললেন, “আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই।”
পরোক্ষঃ নেতা বললেন যে, তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান।

প্রত্যক্ষঃ রাজীব বললো, “আমি বাগান করা পছন্দ করি।”
পরোক্ষঃ রজীব বললো যে, সে বাগান করা পছন্দ করে।

প্রত্যক্ষঃ লিপি বললো, “আমও এখনই বের হচ্ছি।”
পরোক্ষঃ লিপি বললো যে, সে এখনই বের হচ্ছে।

প্রত্যক্ষঃ মিহির বললো, “আমার জানামতে সবুজ এ বাসায় থাকে।”
পরোক্ষঃ মিহির বললো যে, তার জানামতে সবুজ সে বাসায় থাকতো।

প্রত্যক্ষঃ লোকটি বললেন, “আমি আগামীকাল এখানে আবার আসব।”
পরোক্ষঃ লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।

প্রত্যক্ষঃ শিক্ষক বললেন, “চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে।”
পরোক্ষঃ শিক্ষক বললেন যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে।

প্রত্যক্ষঃ মা আমাকে বললেন, “তোমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে কবে?”
পরোক্ষঃ মা আমার কাছে জানতে চাইলেন কবে আমাদর স্কুলে গ্রীষ্মের ছুটি হবে।

প্রত্যক্ষঃ লোকটি আমাকে বললেন, “অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।”
পরোক্ষঃ লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন।

প্রত্যক্ষঃ ছেলেটি বলে উঠলো, “বাহ! কী সুন্দর বাড়ি!”
পরোক্ষঃ ছেলেটি আনন্দের সাথে বললো যে, বাড়িটি খুব সুন্দর।

Comments