বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী
বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী	
* প্রাচীন বাংলার রাজধানী ⇨ 	মহাস্থানগড়
* সুলতানী আমলের রাজধানী ⇨ 	সোনারগাঁও, গৌড়
* মুঘল আমলের রাজধানী ⇨ সোনারগাঁও, ঢাকা
* মৌর্য বংশের রাজধানী ⇨ গৌড়
* মৌর্যযুগের রাজধানী ⇨ পুণ্ড্রুনগর
* গুপ্ত বংশের রাজধানী ⇨ গৌড়
* গুপ্ত রাজবংশের রাজধানী ⇨ বিদিশা
* গৌড় রাজ্য এর রাজধানী (শশাঙ্ক) ⇨ কর্ণসুবর্ণ
* দেব রাজবংশের রাজধানী ⇨ দেবপর্বত
* সেন আমলের রাজধানী (রাজা লক্ষণ সেন) ⇨ নদীয়া/নবদ্বীপ
* খড়গ এর রাজধানী ⇨ কুমিল্লার কর্মান্তবসাক
* হর্ষবর্ধন এর রাজধানী ⇨ কনৌজ
* প্রথম চন্দ্রগুপ্ত এর রাজধানী ⇨ পাটলিপুত্র
* আলাউদ্দিন হোসেন শাহ এর রাজধানী ⇨ একডালা
* ঈসা খাঁ এর রাজধানী ⇨ সোনারগাঁও
* বর্মদেব এর রাজধানী⇨ বিক্রমপুর
* বুগরা খান এর রাজধানী ⇨ লক্ষ্মণাবতী
* শামসুদ্দীন ইলিয়াস শাহ এর রাজধানী ⇨ পাণ্ডুয়া
* গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজধানী ⇨ সোনারগাঁও
Comments