সমাস
দ্বন্দ্ব সমাস
যে সমাসে প্রত্যোকটি সমস্যমান পদের অর্থই প্রাধান্য থাকে তকে দ্বন্দ্ব সমাস বলে।
কর্মধারয় সমাস
বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকেই কর্মধারয় সমাস বলে।
উপমান কর্মধারয় সমাস
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। 
উপমিত কর্মধারয় সমাস
সাধারণ গুণের ঊল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। 
রূপক কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পােয় তাকেই তৎপ্র্ষ সমাস বলে।
দ্বিগ সমাস
সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিহু সমাস বলে।
বহুব্রীহি সমাস
যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমসি বলে।
সমানাধিকরণ বহুব্রীহি সমাস
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষ্য ও পরপদ বিশেষণ হয়ে যে সমাস হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। 
ব্যধিকরণ বহুব্রীহি সমাস
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্য পদ হয় তাকে ব্যধিকরণ বহুব্রীহি সমাস বলে।
অব্যয়ীভাব সমাস
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
বিভিন্ন প্রকার সমাসের ব্যাসবাক্য
দ্বন্দ্ব সমাস	
সমস্ত পদ ⇨ ব্যাসবাক্য
* সোনা-রুপা ⇨ সোনা ও রুপা
* মা-বাবা ⇨ মা ও বাবা
* স্বর্গ-নরক ⇨ স্বর্গ ও নরক
* জমাখরচ ⇨ জমা ও খরচ
* হাত-পা ⇨ হাত ও পা
* উনিশ-বিশ ⇨ উনিশ ও বিশ
* ঝড়বৃষ্টি ⇨ ঝড় ও বৃষ্টি
* পোটলা-পুটলি ⇨ পোটলা ও পুটলি
* তুমি-আমি ⇨ তুমি ও আমি
* আসা-যাওয়া ⇨ আসা ও যাওয়া
* ধীরেসুস্থে ⇨ ধীরে ও সুস্থে
* ভালোমন্দ ⇨ ভালো ও মন্দ
* হাতে কলমে ⇨ হাতে ও কলমে
* চোখেমুখে ⇨ চোখে ও মুখে
* চলনে-বলনে ⇨ চলনে ও বলনে
* সাহেব-বিবি-গোলাম ⇨ সাহেব, বিবি ও গোলাম
* হাত-পা-চোখ-কান ⇨ হাত, পা, চোখ ও কান
কর্মধারয় সমাস	
মধ্যপদলোপী কর্মধারয় সমাস	
সমস্ত পদ ⇨ ব্যাসবাক্য
* ঘিভাত ⇨ ঘি মাখানো ভাত
* হাতঘড়ি ⇨ হাতে পরা হয় যে ঘড়ি
* ঘরজামাই ⇨ ঘরে আশ্রিত জামাই
* বিজয়-পতাকা ⇨ বিজয় নির্দেশক পতাকা
সাধারণ কর্মধারয় সমাস	
* গোলাপফুল ⇨ গোলাপ নামের ফুল
* কাঁচা-মিঠা ⇨ যা কাঁচা তাই মিঠা
* খাসজমি ⇨ খাস যে জমি
* চিতসাঁতার ⇨ চিত যে সাঁতার
* বেগুনভাজা ⇨ ভাজা যে বেগুন
* আলুসিদ্ধ ⇨ সিদ্ধ যে আলু
* কনকচাঁপা ⇨ কনক যে চাঁপা
* টাকমাথা ⇨ টাক যে মাথা
* চালাকচতুর ⇨ যে চালাক সে চতুর
* শান্তশিষ্ট ⇨ যে শান্ত সে শিষ্ট
দিগু কর্মধারয় সমাস	
* ত্রিকাল ⇨ ত্রি কালের সমাহার
* চৌরাস্তা ⇨ চার রাস্তার মিলন
* তেমাথা ⇨ তিন মাথার সমাহার
* শতাব্দী ⇨ শত অব্দের সমাহার
* পঞ্চবটী ⇨ পঞ্চবটের সমাহার
* ত্রিপদী ⇨ ত্রি পদের সমাহার
* শতবার্ষিকী ⇨ শত বর্ষের সমাহার
* সপ্তাহ ⇨ সপ্ত অহের সমাহার
* ত্রিভুজ ⇨ তিন ভুজের সমাহার
* অষ্টধাতু ⇨ অষ্ট ধাতুর সমাহার
* চতুর্ভুজ ⇨ চার ভুজের সমাহার
* তুরঙ্গ ⇨ চার অঙ্গের সমাহার
* পঞ্চভূত ⇨ পঞ্চ ভূতের সমাহার
* সাতসমুদ্র ⇨ সাত সমুদ্রের সমাহার
* শতাব্দী ⇨ শত অব্দের সমাহার
* ত্রিফলা ⇨ তিন ফলের সমাহার
* পঞ্চনদ ⇨ পঞ্চনদের সমাহার
উপমান কর্মধারয় সমাস	
সমস্ত পদ ⇨ ব্যাসবাক্য
* কাজলকালো ⇨ কাজলের ন্যায় কালো
* শশব্যস্ত ⇨ শশের মতো ব্যস্ত
উপমিত কর্মধারয় সমাস	
সমস্ত পদ ⇨ ব্যাসবাক্য
* সিংহপুরুষ ⇨ পুরুষ সিংহের ন্যায়
* পদ্মআঁখি ⇨ আঁখি পদ্মের ন্যায়
* চন্দ্রমুখ ⇨ মুখ চন্দ্রের ন্যায়
রূপক কর্মধারয় সমাস	
সমস্ত পদ ⇨ ব্যাসবাক্য
* বিষাদসিন্ধু ⇨ বিষাদ রূপ সিন্ধু
* মনমাঝি ⇨ মন রূপ মাঝি
তৎপুরুষ সমাস	
দ্বিতীয়া তৎপুরুষ সমাস	
(পূর্বপদে দ্নিতীয়া বিভক্তি (কে, রে, ব্যাপিয়া) লোপ পায় )
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* বইপড়া ⇨ বইকে পড়া
* বিস্ময়াপন্ন ⇨ বিস্ময়কে আপন্ন
* বিপদাপন্ন ⇨ বিপদকে আপন্ন
* আম-কুড়ানো ⇨ আমকে কুড়ানো
* ছেলে-ভুলানো ⇨ ছেলেকে ভুলানো
* দেবদত্ত ⇨ দেবকে দত্ত
* রথদেখা ⇨ রথকে দেখা
* ভাতরাঁধা ⇨ ভাতকে রাধা
* গা-ঢাকা ⇨ গাকে ঢাকা
* বীজবোনা ⇨ বীজকে বোনা
* দুঃখাতীত ⇨ দুঃখকে অতীত
* চিরসুখী ⇨ চিরকাল ব্যাপিয়া সুখী
* ক্ষণস্থায়ী ⇨ ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী
* হলুদবাটা ⇨ হলুদকে বাটা
তৃতীয়া তৎপুরুষ সমাস	
(বিভক্তিঃ দ্বারা, দিয়া, কর্তৃক)
সমস্ত পদ ⇨ ব্যাসবাক্য
* মনগড়া ⇨ শ্রম দ্বারা গড়া
* শ্রমলব্ধ ⇨ শ্রম দিয়ে লব্ধ
* ধনাঢ্য = ধনে আঢ্য
* মধামাখা = মধু দিয়ে মাখা
* বাকবিতণ্ডা = বাক্ দ্বারা বিতণ্ড
* একোন = এক দ্বারা ঊন
* বিদ্যাহীন = বিদ্যা দ্বারা হীন
* জ্ঞানশূন্য = জ্ঞান দ্বারা শূন্য
* পাঁচ কম = পাঁচ দ্বারা কম
* স্বর্ণমণ্ডিত ⇨ স্বর্ণ দ্বারা মণ্ডিত
* হীরকখচিত ⇨ হীরক দ্বারা খচিত
* চন্দনখচিত ⇨ চন্দন দ্বারা খচিত
* রত্নশোভিত ⇨ রত্ন দ্বারা শোভিত
অলুক তৃতীয়া তৎপুরুষ সমাস	
(পূর্বপদের তৃতীয়া বিভক্তি লোপ হয় না) 
সমস্ত পদ ⇨ ব্যাসবাক্য
* তেলেভাজা ⇨ তেলে ভাজা
* কলেছাঁটা ⇨ কলে ছাঁটা
* তাঁতেবোনা ⇨ তাঁতে বোনা
* মায়েখেদানো ⇨ মায়ে খেদানো
* পোকায়কাটা ⇨ পোকায় কাটা
* হাতেকাটা ⇨ হাতে কাটা
চতুর্থী তৎপুরুষ সমাস	
(বিভক্তিঃ কে, জন্য, নিমিত্ত)	
সমস্ত পদ ⇨ ব্যাসবাক্য
* বিয়েপাগল ⇨ বিয়ের জন্য পাগল
* গুরুভক্তি ⇨ গুরুকে ভক্তি
* আরামকেদারা ⇨ আরামের জন্য কেদারা
* বসতবাড়ি ⇨ বসতের নিমিত্ত বাড়ি
* হজ্জযাত্রা ⇨ হজ্জের নিমিত্ত যাত্রা
* তপোবন ⇨ তপের নিমিত্ত বন
* ছাত্রাবাস ⇨ ছাত্রের জন্য বাস
* ডাকমাশুল ⇨ ডাকের জন্য মাশুল
* চোষকাগজ ⇨ চোষের জন্য কাগজ
* শিশুমঙ্গল ⇨ শিশুর জন্য মঙ্গল
* রান্নাঘর ⇨ রান্নার জন্য ঘর
* মাপকাঠি ⇨ মাপের জন্য কাঠি
* মেয়েস্কুল ⇨ মেয়েদের জন্য স্কুল
* বালিকা-বিদ্যালয় ⇨ বালিকার জন্য বিদ্যালয়
* পাগলাগারদ ⇨ পাগলাদের জন্য গারদ
পঞ্চমী তৎপুরুষ সমাস	
(বিভক্তিঃ হতে, থেকে, চেয়ে)
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* পাপমুক্ত	= পাপ হতে মুক্ত
* খাঁচাছাড়া	= খাঁচা থেকে ছাড়া
* ইত্যাদি	= ইতি হতে আদি
* পরাণপ্রিয় = পরাণের চেয়ে প্রিয়
* বিলাতফেরত	= বিলাত থেকে ফেরত
* জেলমুক্ত	= জেল থেকে মুক্ত
* বোঁটাখসা	= বোঁটা থেকে খসা
* আগাগোড়া	= আগা থেকে গোড়া
* শাপমুক্ত	= শাপ থেকে মুক্ত
* ঋণমুক্ত	= ঋণ থেকে মুক্ত
* স্কুল পালানো	= স্কুল থেকে পালানো
* জেলখালাস	= জেল থেকে খালাস
ষষ্ঠী তৎপুরুষ সমাস	
(বিভক্তিঃ র, এর)	
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* বিশ্বকবি	= বিশ্বের কবি
* অর্ধচন্দ্র	= চন্দ্রের অর্ধ
* রাজহাঁস	= হাঁসের রাজা
* দেশসেবা	= দেশের সেবা
* বাঁদরনাচ	= বাঁদরের নাচ
* শ্বশুরবাড়ি	= শ্বশুরের বাড়ি
* ভোটাধিকার	= ভোটের অধিকার
* চাবাগান	= চায়ের বাগান
* খেয়াঘাট	= খেয়ার ঘাট
* ছাত্রসমাজ	= ছাত্রের সমাজ
* দিল্লীশ্বর	= দিল্লীর ঈশ্বর
* পাটক্ষেত	= পাটের ক্ষেত
* ঘোড়দৌড়	= ঘোড়ার দৌড়
* বিড়ালছানা	= বিড়ালের ছানা
* পুষ্পসৌরভ	= পুষ্পের সৌরভ
* রাজপুত্র	= রাজার পুত্র
* পিতৃধন	= পিতার ধন
* মাতৃসেবা	= মাতার সেবা
* ভ্রাতৃস্নেহ	= ভ্রাতার স্নেহ
* পুত্রবধূ	= পুত্রের বধূ
* গজনীরাজ	= গজনীর রাজা
* পত্নীসহ	= পত্নীর সহ
* কন্যাসহ	= কন্যার সহ
* সহোদরপ্রতিম	= সহোদরের প্রতিম
* পূর্বাহ্ন	= অহ্নের পূর্ব
* ছাত্রবৃন্দ	= ছাত্রের বৃন্দ
* গুণগ্রাম	= গুণের গ্রাম
* হস্তীযূথ	= হস্তীর যূথ
* অর্ধপথ	= পথের অর্ধ
* অর্ধদিন	= দিনের অর্ধ
* মৃগশিশু	= মৃগীর শিশু
* ছাগদুগ্ধ	= ছাগীর দুগ্ধ
* রাজপথ	= পথের রাজা
অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস(
বিভক্তিঃ র, এর)	
সমস্ত পদ	=ব্যাসবাক্য
* ঘোড়ার ডিম	= ঘোড়ার ডিম
* মাটির মানুষ	= মাটির মানুষ
* হাতের পাঁচ	= হাতের পাঁচ
* মামার বাড়ি	= মামার বাড়ি
* সাপের পা	= সাপের পা
* মনের মানুষ	= মনের মানুষ
* কলের গান	= কলের গান
সপ্তমী তৎপুরুষ সমাস	
(বিভক্তিঃ এ, য়)	
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* জলমগ্ন	= জলে মগ্ন
* গাছপাকা	= গাছে পাকা
* দিবানিদ্রা	= দিবায় নিদ্রা
* ভূতপূর্ব	= পূর্বে ভূত
* অশ্রুতপূর্ব	= পূর্বে অশ্রুত
* অদৃষ্টপূর্ব	= পূর্বে অদৃষ্ট
* সংখ্যালঘু	= সংখ্যায় লঘু
* বাকপটু	= বাকে পটু
* গোলাভরা	= গোলায় ভরা
* তালকানা	= তালে কানা
* অকালমৃত্যু	= অকালে মৃত্যু
* বিশ্ববিখ্যাত	= বিশ্বে বিখ্যাত
* ভোজনপটু	= ভেজনে পটু
* দানবীর	= দানে বীর
* বাক্সবন্দি	= বাক্সে বন্দি
* বস্তাপচা	= বস্তায় পচা
* রাতকানা	= রাতে কানা
* মনমরা	= মনে মরা
নঞ তৎপুরুষ সমাস	
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* আকাঁড়া = নয় কাঁড়া
* অনাচার = ন আচার
* অকাতর = ন কাতর	
* অধর্ম = নয় ধর্ম
* অনুচিত =  নয় উচিত
* অবিশ্বাস =  ন বিশ্বাস
* অনাদর = ন আদর
* নাতিদীর্ঘ = নয় দীর্ঘ
* নাতিখর্ব = নয় খর্ব
* অভাব = নাই ভাব
* বেতাল = নাই তাল
* অকাল = ন কাল
* আকাল = ন কাল
* আধোয়া = ন ধোঁয়া
* নামঞ্জুর = ন মঞ্জুর
* অকেজো = ন কেজো
* অচেনা = ন চেনা
* আলুনি = নয় লুনি
* নাছোড় = না ছোড়
* অনাবাদী = ন আবাদী
* নাবালক = ন বালক
* অবিশ্বাস = ন বিশ্বাস
* অলৌকিক = ন লৌকিক
* অকেশা = ন কেশা
* অসুর = ন সুর
* অকাল = ন কাল
* অঘাট = ন ঘাট
* অমানুষ = ন মানুষ
* অসঙ্গত = ন সঙ্গত
* অভদ্র = ন ভদ্র
* অনন্য = ন অন্য
* অগম্য = ন গম্য
* অক্ষত = ন ক্ষত
* অপর্যাপ্ত = নয় পর্যাপ্ত
* অনভিজ্ঞ = ন অভিজ্ঞ
* অনুর্বর = ন উর্বর
* অকেজো = ন কেজো
* অসুখ = ন সুথ
* বেসরকারি = ন (নয়) বেসরকারি
* অনাসৃষ্টি = নয় সৃষ্টি
* অনেক = নয় এক
* অবিশ্বাস্য = নয় বিশ্বাস্য
* অনতিবৃহৎ = ন অতিবৃহৎ
* নাতিদূর = ন অতিদূর
* অনতিদূর = ন অতিদূর
* নাতিশীতোষ্ণ = ন অতিশীতোষ্ণ
* অনশন = ন অশন
* আগাছা = ন গাছ
* অভাঙা = নয় ভাঙা
* বেহুঁশ = নাই হুঁশ
* অনূচিত = নয় উচিত
* গরমিল = নাই মিল
* বেআইনি = বে (নয়) আইনি
* অমিল = ন মিল
* অসময় = ন সময়
* অসহযোগ = ন সহযোগ
* অনুন্নত = ন উন্নত
* অজানা = নাই জানা
* নিখরচা = নাই খরচা
* বেরসিক = নয় রসিক
* নিখুঁত = নাই খুঁত
* গরহাজির = নয় হাজির
উপপদ তৎপুরুষ সমাস	
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* পঙ্কজ = পঙ্কে জম্নে যা
* জলজ = জলে চরে যা
* জলদ = জল দেয় যা
* ছেলেধরা = ঝেলে ধরে যে
* পকেটমার = পকেট মারে যে
* গৃহস্থ = গৃহে খাতে যে
* ধামাধরা = ধামা ধরে যে
* ছা-পোষা = ছা পোষে যে
* সত্যবাদী = সত্য ত=কথা বলে যে
* মাছিমারা = মাছি মারে যে
* গলাকাটা = গলা কাটে যে
* পা-চাটা = পা চাটে যে
* বর্ণচোরা = বর্ণ চুরি করে যে
* অগ্রগামী = অগ্রে গমন করে যে
* হাড়ভাঙা = হাড় ভাঙে যে
* প্রিয়ংবদা = প্রিয় কথা বলে যে
* খেচর = খ তে চরে যে
* ইন্দ্রজিত = ইন্দ্রকে জয় করে যে
* পাড়াবেড়ানী = পাড়া বেড়ায় যে
* মধুপ = মধু পান করে যে
* ঘরপোড়া = ঘর পুড়েছে যার
* ছারপোকা = ছাই থেকে উৎপন্ন যে পোকা
* পাতাচাটা =পাতা চাটে যে
* হরবোলা = হরেক রকম বলে যে
* সর্বহারা = সব হারিযেছে যে
* পথিপোড়া = পথি পড়ে যে
* কুম্ভকার = কম্বি করে যে
* সর্বনাশা = সর্বনাশ করে যে
* বাজিতর = বাজি করে যে
* জাদুকর = জাদু করে যে
* ক্ষীণজীবী = ক্ষীণভাবে বাচেঁ যে
* মনোহারিণী = মস হরণ করে যে
* অর্থকরী = অর্থ করে যে
* একান্নবর্তী = একান্নে (এক অন্নে)বর্তে যে
* টনকনড়া = টনক নড়ে যাতে
* মনমরা = মনে মরেছে যে
* প্রভাকর = প্রভা করে যে
* বুকভাঙা = বকি ভাঙে যে
* হালুইকর = হালুই করে যে
 * স্বর্ণকার = স্বর্ণ করে যে
অলুক তৎপুরুষ সমাস	
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* কলুর বলদ = কলুর বলদ
* তেলেভাজা = তেলে ভাজা  
* ঘিয়েভাজা = ঘিয়ে ভাজা
* কলেছাঁটা = কলে ছাঁটা
* কলের গান = কলের গান
* গরুর গাড়ি = গরুর গাড়ি 
* পায়ে ধরা = পায়ে ধরা
দ্বিগু সমাস	
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* ত্রিকাল	= ত্রি কালের সমাহার
* চৌরাস্তা	= চার রাস্তার সমাহার
* তেমাথা	= তিন মাথার সমাহার
* শতাব্দী	= শত অব্দের সমাহার
* পঞ্চবটী	= পঞ্চবটের সমাহার
* ত্রিপদী	= ত্রি পদের সমাহার
* শতবার্ষিকী	= শত বর্ষের সমাহার
* সপ্তাহ	= সপ্ত অহের সমাহার
* ত্রিভুজ	= তিন ভুজের সমাহার
* অষ্টধাতু	= অষ্ট ধাতুর সমাহার
* চতুর্ভুজ	= চার ভুজের সমাহার
* তুরঙ্গ	= চার অঙ্গের সমাহার
* পঞ্চভূত	= পঞ্চ ভূতের সমাহার
* সাতসমুদ্র	= সাত সমুদ্রের সমাহার
* শতাব্দী	= শত অব্দের সমাহার
* ত্রিফলা = ত্রি ফলের সমাহার
* পঞ্চনদ	= পঞ্চনদের সমাহার
সমানাধিকরণ বহুব্রীহি সমাস	
(পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য)
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* নীলকণ্ঠ	= নীল যে কণ্ঠ/ নীল কণ্ঠ যার
* হতশ্রী	= হত হয়েছে শ্রী যার
* খোশমেজাজ	= খোশ মেজাজ যার
* পীতাম্বর	= পীত অম্বর যার
* নীলাম্বর	= নীল অম্বর যার
* উচ্চশির	= উচ্চ শির যার
* হৃতসর্বস্ব	= হৃত হয়েছে সর্বস্ব যার
* জবরদস্তি	= জবর দস্তি যার
* সুশীল	= সু শীল যার
* সুশ্রী	= সু শ্রী যার
* বদবখত	= বদ বখত যার
* কমবখত	= কম বখত যার
ব্যাধিকরণ বহুব্রীহি সমাস
(পূর্বপদ ও পরপদ কোনটায় বিশেষণ নয়)	
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* বীণাপাণি	= বীণা পাণিতে যার
* আশীবিষ	= আশীতে বিষ যার
* কথাসর্বস্ব	= কথা সর্বস্ব যার
* দু কানকাটা	= দুই কান কাটা যার
* বোঁটাখসা	= বোটাঁ খসেছে যার
* ছা-পোষা	= ছা পোষে যে
* পা-চাটা	= পা চাটে যে
* পাতাছেঁড়া	= পাতা ছেড়ে যে
* ধামাধরা	= ধামা ধরে যে
* পাতা-চাটা	= পাতা চাটে যে
মধ্যপদলোপী বহুব্রীহি সমাস	
(মধ্যপদ লোপ পায়)
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* বিড়ালচোখী	= বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর
* বিড়ালাক্ষী	= বিড়ালের ন্যায় অক্ষি যার
* মেনিমুখো	= মেনির ন্যায় মুখ যার
* হাতেখড়ি	= হাতেখড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
* গায়েহলুদ	= গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে
* গোঁফ খেজুরে	= গোঁফে খেজুর পড়ে থাকলেও খায় না যে
ব্যতিহার বহুব্রীহি সমাস	
সমস্ত পদ	= ব্যাসবাক্য
* কানাকানি	= কানে কানে যে কথা
* হাতাহাতি	= হাতে হাতে যে যুদ্ধ
* লাঠালাঠি	= লাঠিতে লাঠিতে যে যুদ্ধ
* কোলাকুলি	= কোলে কোলে যে মিলন
* গলাগলি	= গলায় গলায় যে মিলন
* চুলাচুলি	= চুল টেনে টেনে যে যুদ্ধ
* কাড়াকাড়ি = কাড়িতে কাড়িতে যে ভাব
* গালাগালি = পরস্পর গালি বর্ষণ করে যুদ্ধ
* দেখাদেখি = দেখিতে দেখিতে যে কার্য
* হাসাহাসি	= হাসিতে হাসিতে যে ক্রিয়া
* গুঁতাগুঁতি = গুঁতিতে গুঁতিতে যে যুদ্ধ
* ঘুষাঘুষি = ঘুষাতে ঘুষাতে যে যুদ্ধ
অলুক বহুব্রীহি সমাস
* গলায়গামছা ⇨ গলায় গামছা যার
* মাথায়পাগড়ি ⇨ মাথায় পাগড়ি যার
* মুখেভাত ⇨ মুখে ভাত দেয়া হয় যে অনুষ্ঠানে
* হাতে-ছড়ি ⇨ 
* কানে-কলম ⇨ 
* গায়ে-পড়া ⇨ 
* হাতে-বেড়ি ⇨ 
* মাথায়-ছাতা ⇨ 
* কানে-খাটো ⇨ 
নঞ বহুব্রীহি সমাস
* অবোধ ⇨ নাই বোধ যার
* অজ্ঞান ⇨ ন জ্ঞান যার
* বেহেড ⇨ বে হেড যার
* নাচার ⇨ না চারা যার
* নির্ভুল ⇨ নি ভুল যার
* অজানা ⇨ না জানা যা
* নির্ঝঞ্ঝাট ⇨ নেই ঝঞ্ঝাট যার
* নাহক ⇨ নয় হক যা
* অবুঝ ⇨ নেই বুঝ যার
* নিরুপায় ⇨ নেই উপায় যার
* অকেজো ⇨ নয় কাজের যা
* বেপরোয়া ⇨ নেই পরোয়া যার
* অপয়া ⇨ নাই পয় যার
* বেহুঁশ ⇨ নেই হুঁশ যার
* অনন্ত ⇨ নেই অন্ত যার
* বেতার ⇨ নেই তার যার
প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস
* একচোখা ⇨ এক দিকে চোখ যার
* ঘরমুখো ⇨ ঘরের দিকে মুখ যার
* নি-খরচে ⇨ নিঃ (নেই) খরচ যার
* ঊনপাঁজুরে ⇨ উন পাঁজর যার
* দোটানা ⇨ দুই দিকে টান আছে যার
* দোমনা ⇨ দুই দিকে মন যার
* একগুঁয়ে = এক দিকে গোঁ যার
* অকেজো =
* একঘরে = এক ঘর যার
* দোনলা ⇨ দুই নল আছে যার
* দোতলা ⇨ দুই তল আছে যার
সংখ্যাবাচক বহুব্রীহি সমাস
* দশানন ⇨ দশ আনন যার
* দশগজি ⇨ দশগজ পরিমাণ যার
* চৌচালা ⇨ চৌ চাল যে ঘরের
* সেতার ⇨ সে (তিন) তার (যে যন্ত্রের)
* চারহাতি ⇨ চার হাত পরিমাণ যার
* তেপায়া ⇨ (টুল)	 তে পা যার
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস
* দ্বীপ ⇨ দু দিকে অপ যার
* অন্তরীপ ⇨ অন্তর্গত অপ যার
* নরপশু ⇨ নরাকারের পশু যে
* জীবন্মৃত ⇨ জীবিত থেকেও যে মৃত
* পণ্ডিতমুর্খ ⇨ পণ্ডিত হয়েও যে মুর্খ
* ভ্রাতুষ্পুত্র ⇨ ভ্রাতার পুত্র
অন্ত্যপদলোপী বহুব্রীহি সমাস
* দশবছুরে ⇨ দশ বছর বয়স যার
* বিশমণি ⇨ বিশ মণ পরিমাণ যার
সহার্থক বহুব্রীহি সমাস
* সস্ত্রীক ⇨ স্ত্রীর সহিত বর্তমান
* সবিনয় ⇨ বিনয়ের সহিত বর্তমান
* সবান্ধব ⇨ বান্ধব সহ বর্তমান
* সহোদর ⇨ সহ উদর যার
* সজল ⇨ জলের সহিত বর্তমান
* সফল ⇨ ফলের সহিত বর্তমান
* সদর্প ⇨ দর্পের সহিত বর্তমান
* সলজ্জ ⇨ লজ্জার সহিত বর্তমান
* সকল্যাণ ⇨ কল্যাণের সহিত বর্তমান
* সপুত্রক ⇨ পুত্রের সহিত বর্তমান
অন্যান্য বহুব্রীহি সমাস
* বহুব্রীহি ⇨ বহু ব্রীহি (ধান) আছে যার
* আয়তলোচনা ⇨ আয়ত লোচন যার
* জনশ্রুতি ⇨ জনের মুখ থেকে শ্রুত যা
* মহাত্মা ⇨ মহান যে আত্মা
* স্বচ্ছসলিলা ⇨ স্বচ্ছ সলিল যার
* নীলবসনা ⇨ নীল বসন যার
* স্থিরপ্রতিজ্ঞ ⇨ স্থির  প্রতিজ্ঞা যার
* ধীরবুদ্ধি ⇨ ধীর বুদ্ধি যার
* নদীমাতৃক ⇨ নদী মাতা যার
* বিপত্নীক ⇨ বি হয়েছে পত্নী যার
* কমলাক্ষ ⇨ কমলের ন্যায় অক্ষি যার
* পদ্মনাভ ⇨ পদ্ম নাভিতে যার
* ঊর্ণনাভ ⇨ ঊর্ণ নাভিতে যার
* যুবজানি ⇨ যুবতী জায়া যার
* চন্দ্রচূড়া ⇨ চন্দ্র চূড়া যার
* বিচিত্রকর্মা ⇨ বিচিত্র কর্ম যার
* সহকর্মী ⇨ সমান কর্মী যার
* সমবর্ণ ⇨ সমান বর্ণ যার
* সুগন্ধি ⇨ সুগন্ধ যার
* পদ্মগন্ধি ⇨ পদ্মের ন্যায় গন্ধ যার
* মৎস্যগন্ধা ⇨ মৎস্যের ন্যায় গন্ধ যার
অব্যয়ীভাব সমাস
* আজানুলম্বিত ⇨ জানু পর্যন্ত লম্বিত
* আমরণ ⇨ মরণ পর্যন্ত
* উপকন্ঠ ⇨ কণ্ঠের সমীপে
* উপকূল ⇨ কূলের সমীপে
* প্রতিদিন ⇨দিন দিন
* প্রতিক্ষণে ⇨ ক্ষণে ক্ষণে
* অনুক্ষণ ⇨ ক্ষণ ক্ষণ
* নিরামিষ ⇨ আমিষের অভাব
* নির্ভাবনা ⇨ ভাবনার অভাব
* নির্জল ⇨ জলের অভাব
* নিরুৎসাহ ⇨ উৎসাহের অভাব
* আসমুদ্রহিমাচল ⇨ সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত
* আকণ্ঠ ⇨ কণ্ঠ পর্যন্ত
* আপাদমস্তক ⇨ পা থেকে মাথা পর্যন্ত
* উপগ্রহ ⇨ গ্রহের তুল্য
* উপদ্বীপ ⇨ দ্বীপের সদৃশ
* উপজেলা ⇨ জেলার সদৃশ
* উপপদ ⇨ পদের সদৃশ
* উপবন ⇨ বনের সদৃশ
* উপভাষা ⇨ ভাষার সদৃশ
* উপকথা ⇨ কথার সদৃশ
* উপশহর ⇨ শহরের সদৃশ
* যথারীতি ⇨ রীতিকে অতিক্রম না করে
* যথাসাধ্য ⇨ সাধ্যকে অতিক্রম না করে
* যথাবিধি ⇨ বিধিকে অতিক্রম না করে
* যথাযোগ্য ⇨ যোগ্যকে অতিক্রম না করে
* উদ্বেল ⇨ বেলাকে অতিক্রান্ত
* উচ্ছৃঙ্খল ⇨ শৃঙ্খলাকে অতিক্রান্ত
* প্রতিবাদ ⇨ বিরুদ্ধ বাদ
* প্রতিকূল ⇨ বিরুদ্ধ কূল
* অনুতাপ ⇨ তাপের পশ্চাৎ
* অনুগমন ⇨ পশ্চাৎ গমন
* অনুধাবন ⇨ পশ্চাৎ ধাবন
* আনত ⇨ ঈষৎ নত
* আরক্তিম ⇨ ঈষৎ রক্তিম
* উপনদী ⇨ নদীর সদৃশ
* উপসাগর ⇨ সাগরের সদৃশ
* পরিপূর্ণ = 	
* সম্পূর্ণ =
* পরোক্ষ ⇨ অক্ষির অগোচরে
* প্রপিতামহ ⇨ পিতার মতে দূরবর্তীতে
* প্রতিচ্ছায়া ⇨ ছায়ার প্রতি
* প্রতিচ্ছবি ⇨ ছবির প্রতিনিধি
* প্রতিবিম্ব ⇨ বিম্বের প্রতিনিধি
* প্রতিপক্ষ ⇨ অক্ষির প্রতি
* প্রত্যুত্তর ⇨ উত্তরের বিপরীত
* উপনগরী ⇨ নগরীর সমীপে
* উপবিভাগ ⇨ বিভাগের সদৃশ
* প্রতিগৃহ ⇨ গৃহে গৃহে
* প্রতিজন ⇨ জনে জনে
* আজীবন ⇨ জীবন পর্যন্ত
* নির্ঞ্ঝাট ⇨ ঝঞ্ঝাটের অভাব
* আমূল ⇨ মূল পর্যন্ত
* অদ্যাবধি ⇨ অদ্য পর্যন্ত
* অনুতাপ ⇨ পশ্চাৎ তাপ
* হা-ঘর ⇨ ঘরের অভাব
* অনুরূপ ⇨ রূপের যোগ্য
* বেকার ⇨ কারের অভাব
* আকর্ণ ⇨ কর্ণ পর্যন্ত
* অনুসরণ ⇨ পশ্চাৎ সরণ
* হাভাত ⇨ ভাতের অভাব
* ফিকানীল ⇨ ঈষৎ নীল
* বিশ্রী ⇨ শ্রীর অভাব
* দুর্গত ⇨ দুঃ-কে (দুঃখকে) গত
* আবাল্য ⇨ বাল্যের সূচনা থেকে বাল্যের শেষ পর্যন্ত
* প্রতিমূর্তি ⇨ মূর্তির সদৃশ
* প্রতিমণ ⇨ মণে মণে
* হররোজ ⇨ রোজ রোজ
* আমরণ ⇨ মরণ পর্যন্ত
* আসমুদ্র ⇨ সমুদ্র পর্যন্ত
* আজানু ⇨ জানু পর্যন্ত
* যাবজ্জীবন ⇨ জীবন পর্যন্ত
* বেবন্দোবস্ত ⇨ বন্দোবস্তের অভাব
* ফিকোলাল ⇨ ঈষৎ লাল
* প্রদক্ষিণ ⇨ দক্ষিণকে প্রগত
* প্রত্যহ ⇨ অহ অহ
* উচ্ছিন্ন ⇨ ছিন্নকে অতিক্রান্ত
* বেমানান ⇨ মানানের অভাব
* উপদেবতা ⇨ হীন দেবতা
* সমস্তদিন ⇨ দিনভর
* প্রত্যঙ্গ ⇨ ক্ষুদ্র অঙ্গ
* অধিভূত ⇨ ভূতকে অধিকার করে
* উপমাতা ⇨ মাতার সদৃশ
* ফিবছর ⇨ বছর বছর
* যথানিয়ম ⇨ নিয়মকে অতিক্রম না করে
* যথেচ্ছা ⇨ ইচ্ছাকে অতিক্রম না করে 
* যথেষ্ট ⇨ ইষ্টকে অতিক্রম না করে
* আকৈশোর ⇨ কৈশোর পর্যন্ত
* প্রতিযোগ ⇨ বিরুদ্ধ যোগ
* গরমিল ⇨ মিলের অভাব
* আজন্ম ⇨ জন্ম পর্যন্ত
* আবালবৃদ্ধবণিতা ⇨ বাল, বৃদ্ধ ও বণিতা পর্যন্ত
* অন্যায় ⇨ ন্যায়ের অভাব
* অধিদৈব ⇨ দৈবকে অধিকার করে
* অধ্যাত্ম ⇨ আত্মাকে অধি
* আলুনি ⇨ লুনের অভাব
* বেহায়া ⇨ হায়ার অভাব
* দুর্ভিক্ষ ⇨ বিক্ষার অভাব
* আশৈশব ⇨ শৈশবের সূচনা থেকে শৈশবের শেষ পর্যন্ত
প্রাদি সমাস
* প্রবচন ⇨ প্র যে বচন
* প্রভাত ⇨ প্র যে ভাত
* পরিভ্রমণ ⇨ পরি যে ভ্রমণ
* প্রগতি ⇨ প্র যে গতি
* অনুতাপ ⇨ অনুতে যে তাপ
সুপসুপা সমাস
* ভূতপূর্ব ⇨ পূর্বে ভূত
* মধ্যরাত ⇨ রাত্রির মধ্য
নিত্য সমাস
* দর্শনমাত্র ⇨ কেবল দর্শন
* গ্রামান্তর ⇨ অন্য গ্রাম
* আমরা ⇨ তুমি, আমি ও সে
* দেশান্তর ⇨ অন্য দেশ
* গৃহান্তর ⇨ অন্য গৃহ
* বিরানব্বই ⇨ দুই ও নব্বই
* কালসাপ ⇨ কাল তুল্য সাপ
* দুগ্ধফেননিভ ⇨ দুগ্ধ ফেনার তুল্য
* স্থানান্তর ⇨ অন্য স্থান
* উপায়ান্তর ⇨ অন্য উপায়
* মাসান্তর ⇨ অন্য মাস
* ধর্মান্তর ⇨ অন্য ধর্ম
* দিনান্তর ⇨ অন্য দিন
* লোকান্তর ⇨ অন্য লোক
* জন্মান্তর ⇨ অন্য জন্ম
* যুগান্তর ⇨ অন্য যুগ
* ভাবান্তর ⇨ অন্য ভাব
Comments