উপসর্গ

বাংলা উপসর্গ-২১ টি
⇨ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা

তৎসম উপসর্গ-২০ টি
⇨ অণু, অতি, অপ, অপি, অব, অভি, আ, উৎ, উপ, দুর, নি, নির, প্র, পরা, পরি, প্রতি, বি, সু, সম

ফারসি উপসর্গ
⇨ বদ, কার, বর, দর, কার, না, বে, ব, ফি, কম, নিম

আরবি উপসর্গ
⇨ আম , খাস, লা, গর

ইংরেজি উপসর্গ
⇨ ফুল, হাফ, হেড, সাব

উর্দু-হিন্দি উপসর্গ
⇨ হর

বিভিন্ন উপসর্গের ব্যবহারিক অর্থ
নিম ⇨  আধা অর্থে ব্যবহৃত হয়
হর ⇨ প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়
পাতি ⇨ ছোট অর্থে ব্যবহৃত হয়
হা ⇨ অভাব অর্থে ব্যবহৃত হয়
অভি ⇨ সম্যক/গমন/দিক/উত্তম অর্থে ব্যবহৃত হয়
 
অচিন ⇨ নঞর্থক অর্থে ব্যবহৃত হয়
অপমান ⇨ বিপরীত অর্থে ব্যবহৃত হয়
অপদেবতা ⇨ মন্দ অর্থে ব্যবহৃত হয়
অবশেষ ⇨ অল্পতা অর্থে ব্যবহৃত হয়
বিজ্ঞান ⇨ বিশেষ অর্থে ব্যবহৃত হয়
বিচরণ ⇨ গতি অর্থে ব্যবহৃত হয়
উপসাগর ⇨ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়
উপনেতা ⇨ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়
উপকূল ⇨ সামীপ্য অর্থে ব্যবহৃত হয়
উপগ্রহ ⇨ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়
অপিচ (Moreover) ⇨ অতিরিক্ত অর্থে ব্যবহৃত হয়
অপিনিহিত ⇨ অতিরিক্ত অর্থে ব্যবহৃত হয়
নিমরাজি ⇨ কম অর্থে ব্যবহৃত হয়
আঘাটা= বাজে/নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়
আনন ⇨ মুখ/বদন অর্থে ব্যবহৃত হয়
প্রতিধ্বনি ⇨ সদৃশ অর্থে ব্যবহৃত হয়
অজপুকুর ⇨ নিন্দিত অর্থে ব্যবহৃত হয়
সুকঠিন ⇨ আতিশষ্য অর্থে ব্যবহৃত হয়
অধিকার ⇨ আধিপত্য অর্থে ব্যবহৃত হয়
নিদাঘ ⇨ আতিশষ্য, উষ্ণ অর্থে ব্যবহৃত হয়
অকেজো = নিন্দিত অর্থে ব্যবহৃত হয়
অচেনা = নিন্দিত অর্থে ব্যবহৃত হয়
অপয়া = নিন্দিত অর্থে ব্যবহৃত হয়
অকাল = নিন্দিত অর্থে ব্যবহৃত হয়
অচিন = অভাব অর্থে ব্যবহৃত হয়
অজানা = অভাব অর্থে ব্যবহৃত হয়
অথৈ = অভাব অর্থে ব্যবহৃত হয়
অমিল =  অভাব অর্থে ব্যবহৃত হয়
অঝোর = ক্রমাগত অর্থে ব্যবহৃত হয়
অঝোরে =ক্রমাগত অর্থে ব্যবহৃত হয়
অঘোরে = ক্রমাগত অর্থে ব্যবহৃত হয়
অকাজ = অনুচিত অর্থে ব্যবহৃত হয়
অবোধ = অল্প অর্থে ব্যবহৃত হয়
অভারাম = বোকা অর্থে ব্যবহৃত হয়
অঘাচণ্ডী =  বোকা অর্থে ব্যবহৃত হয়
অজমূর্খ = নিতান্ত মন্দ অর্থে ব্যবহৃত হয়
অজপাড়াগাঁ = নিতান্ত মন্দ অর্থে ব্যবহৃত হয়
অজপুকুর =  নিতান্ত মন্দ অর্থে ব্যবহৃত হয়
অনাবৃষ্টি = অভাব অর্থে ব্যবহৃত হয়
অনাদর = অভাব অর্থে ব্যবহৃত হয়
অনাদায় =  অভাব অর্থে ব্যবহৃত হয়
অনাচার = বাজে অর্থে ব্যবহৃত হয়
অনা্ছিষ্টি = বাজে অর্থে ব্যবহৃত হয়
অনামুখো = অশুভ অর্থে ব্যবহৃত হয়
আকাঁড়া = অভাব অর্থে ব্যবহৃত হয়
আধোয়া = অভাব অর্থে ব্যবহৃত হয়
আলুনি ⇨ অভাব অর্থে ব্যবহৃত হয়
আচালা = অভাব অর্থে ব্যবহৃত হয়
আগাছা = বাজে/নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়
আকাঠা = বাজে/নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়
আকাম = বাজে/নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়
আঘাটা = বাজে/নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়
আড়চোখে = বক্র অর্থে ব্যবহৃত হয়
আড়নয়নে = বক্র অর্থে ব্যবহৃত হয়
আড়মোড়া = আধা/প্রায় অর্থে ব্যবহৃত হয়
আড়পাগলা = আধা/প্রায় অর্থে ব্যবহৃত হয়
আড়ক্ষ্যাপা = আধা/প্রায় অর্থে ব্যবহৃত হয়
আড়কোলা = বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়
আড়গড়া = বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়
আড়কাঠি = বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়
আনকোরা = না  অর্থে ব্যবহৃত হয়
আনমনা = বিক্ষিপ্ত অর্থে ব্যবহৃত হয়
আনচান = বিক্ষিপ্ত অর্থে ব্যবহৃত হয়
আবছায়া = অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়
আবডাল = অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়
ইতিহাস = পুরনো অর্থে ব্যবহৃত হয়
ইতিকথা = পুরনো অর্থে ব্যবহৃত হয়
উনপাজুরে = কম অর্থে ব্যবহৃত হয়
উনিশ = কম অর্থে ব্যবহৃত হয়
কদর‌্য = নিন্দিত অর্থে ব্যবহৃত হয়
কদাকার = নিন্দিত অর্থে ব্যবহৃত হয়
কদবেল =  গৌণ/নিন্দিত অর্থে ব্যবহৃত হয়
কুকথা = কুৎসিত/অপকর্ষ
কুঅভ্যাস = কুৎসিত/অপকর্ষ
কুনজর = কুৎসিত/অপকর্ষ
কুসঙ্গ = কুৎসিত/অপকর্ষ
কুকাজ = নিন্দনীয়
কুকাম = 
কুপথ্য =
নিখুঁত =
নিখোঁজ =
নিলাজ =
নিরেট =
নিভাঁজ =
পাতিহাঁস =
পাতিশিয়াল =
পাতিলেবু =
বিপথ =
বিভূঁই =
বিকাল =
বিকল =
ভরপেট =
ভরপুর =
ভরসাঁঝ =
ভরদুপুর =
ভরসন্ধ্যে =
ভরযৌবন =
ভরজোয়ার=
রামছাগল =
রামদা =
রামবোকা =
রামশিঙ্গা =
সরাজ =
সরব =
সঠিক =
সজোর =
সপাট =
সঠিক =
সাজোয়ান = উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়
সাজিরা = উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়
সুনাম = উত্তম অর্থে ব্যবহৃত হয়
সুনজর = উত্তম অর্থে ব্যবহৃত হয়
সুখবর = উত্তম অর্থে ব্যবহৃত হয়
সুদিন = উত্তম অর্থে ব্যবহৃত হয়
সুকাজ = উত্তম অর্থে ব্যবহৃত হয়
হাভাতে = অভাব অর্থে ব্যবহৃত হয়
হাঘরে = অভাব অর্থে ব্যবহৃত হয়
হাপিত্যেশ = অভাব অর্থে ব্যবহৃত হয়

Comments