চিত্রশিল্প (Painting)
কামালউদ্দিন বিহযাদ (১৪৫৫-১৫৩৫ খ্রি.) কামালউদ্দিন বিহযাদ ছিলেন পারস্যের একজন শিত্রশিল্পী। লিওনার্দো দ্য ভিঞ্চি (১৪৫২-১৫১৯ খ্রি.) লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় কালজয়ী চিত্রশিল্পী। তিনি সর্বপ্রথম সফলভাবে বিভিন্ন চিত্রকর্মে এরিয়াল পরিপ্রেক্ষিতের ব্যবহার করেন। এরিয়াল পরিপ্রেক্ষিত মূলত দূরবর্তী কোন চিত্রকর্ম অংকনের উপস্থাপনমূলক কৌশল। বহুমুখী প্রতিভাধর ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত– ভাস্কর, স্থপতি, সংগীতজ্ঞ এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চি ফ্লাইং মেশিনের নকশাও করেছিলেন। লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মঃ ☞ Mona Lisa ইতালীয় নাম La Gioconda. তেলরঙ বা তৈলচিত্র প্রয়োগের মাধ্যমে পপলার প্যানেলের ওপর অঙ্কিত। ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। ☞ Vitruvian Man ☞ The Last Supper (Mural) পৃথিবীর শ্রেষ্ঠ দেয়াল চিত্র। দেয়ালচিত্রটি আঁকতে ভিঞ্চির প্রায় ৩ বছর সময় লাগে। চিত্রকর্মটি বর্তমানের ইতালির মিলানের সান্তা মারিয়া দেলে গ্রাজি গির্জায় সংরক্ষিত আছে। মাইকেল অ্যাঞ্জেলা (১৪৭৫-১৫৬৪ খ্রি.) মাইকেল অ্যাঞ্জেলা রেনেসাঁস যুগের একজন ইতালী...